দেশের খ্যাতনামা শিশু ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম কর্তৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দিনব্যাপী শিশুদের জন্মগত হার্টের ফুটাজনিত জটিল রোগের ইন্টারভেনশনাল অপারেশন সম্পন্ন
==============================
স্বাস্থ্যচিন্তা ডেস্ক: দেশের খ্যাতনামা শিশু ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দিনব্যাপী শিশুদের জন্মগত হার্টের ফুটাজনিত জটিল রোগের ইন্টারভেনশনাল অপারেশন করেন। হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং হৃদরোগ বিভাগের সার্বিক সহযোগিতায় এই অপারেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম সম্পূর্ণ বিনামূল্যে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করেন। রোগীদের কাছ থেকে শুধুমাত্র ডিভাইস এর মূল্য রাখা হয়। এতে ১০ জন রোগীর ইন্টারভেনশন করা হয়। উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম দেশের অন্যতম পেডিয়াট্রিক্স ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট। হার্টের ফুটাজনিত শিশু রোগীদের চিকিৎসা সেবায় তিনি অসাধারণ অবদান রাখছেন। তাঁর সর্বাত্বক সহযোগিতায় বাংলাদেশে এই ধরনের রোগে আক্রান্ত শিশুরা স্বল্প খরচে চিকিৎসা সেবার সুযোগ পাচ্ছে। চিকিৎসা সেবায় তাঁর অসাধারণ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করেছেন। মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে এধরনের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তিনি হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের ইন্টারভেনশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষনের ব্যবস্থা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন এবং হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের উন্নয়ন ও আধুনিকায়নে সর্বাত্বক সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেন।